Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষি
বিস্তারিত

চরকেওয়ার ইউনিয়নের কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য চরকেওয়ার ইউনিয়ন পরিষদে  উপ-সহকারী কৃষি কর্মকর্তা অবস্থান করেন।

ছবি
সিটিজেন চার্টার

সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
    কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
    কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
    চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
    কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
    সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
    উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
    সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
    সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
    কৃষি বাণিজ্যিকী করন
    কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

সাধারণ তথ্য

রতিনিয়তই আমাদের দেশের আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্ধিত জনসংখ্যার বাসস্থানের প্রয়োজনেই মূলতঃ কৃষি জমির পরিমাণ কমলেও বাড়ছে মানুষের খাদ্যের চাহিদা। ফলে ব্যাপক জনগোষ্ঠির জন্য প্রয়োজনীয় খাদ্যের চাহিদা বর্তমান আবাদযোগ্য জমি থেকে প্রাপ্ত ফলন দ্বারা মেটানো সম্ভব হচ্ছে না। প্রথমতঃ কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং দ্বিতীয়তঃ সম্পদের সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে না বিধায় কৃষকের আয় বাড়ছে না। ফলশ্রুতিতে কৃষি প্রধান আমাদের এই দেশের মোট জনসংখ্যার অধিকাংশই খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে দূরাবস্থায় জীবন-যাপন করছে। এমতাবস্থায় কৃষি জমি ও সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। অথচ আমরা দিন দিন কৃষি থেকে দুরে সরে যাচ্ছি, শিল্প নির্ভর সংস্কৃতির সাথে তাল মিলানোর আপ্রান চেষ্টা আমাদের। কিন্তু প্রতি বছরই খাদ্য ঘাটতি আমাদের কে মনে করিয়ে দেয় কৃষির প্রয়োজনীয়তার কথা। তাই কৃষি কে আর কৃষকের মধ্যে সীমাবদ্ব রাখার কোন অবকাশ নেই। আজ কৃষি একটা শিল্প আর এ শিল্পে অংশগ্রহন করার সুয়োগ রয়েছে দেশের প্রতিটি মানুষের। তাই আসুন আমরা প্রত্যেকে কৃষিতে কিছু না কিছু অবদান রাখি। বাড়ির ছাদ , ঘরের বারান্দা, সামনের উঠোন অথবা কোন ফসলি জমি যে খানেই সম্ভব গড়ে তুলি ছোট্ট একটি কৃষি খামার আর অবদান রাখি সামান্যতম হলে ও দেশের খাদ্য ঘাটতি মোচনে। ভাবছেন করবেন কিন্তু কি ভাবে ? প্রয়োজনীয় তথ্য যে আপনার হাতে নেই। এ কথা সত্য অনেকের মধ্যে অপরিসীম আগ্রহ থাকা সত্বেও শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যের অভাবে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। বঞ্চিত হন সবুজ-শ্যামলের হাতছানি থেকে। তাই আপনাকে একধাপ এগিয়ে দিতে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আপনার পাশে আছি আমরা “এগ্রোবাংলা ডটকম” আমাদের ওয়েব সাইটে সন্নিবেশিত তথ্যসমূহ ছাড়াও আপনি আরো কি ধরনের তথ্য চান তা যদি অনুগ্রহ করে আমাদের কে জানান তাহলে আপনি এবং সকল ইন্টারনেট ব্যাবহারকরী উপকৃত হবে। আপনার মতামত জানিয়ে আমাদের কে ই-মেইল করতে পারেন।

label.column.field_projects

  বর্তমানে গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচী চলমান রয়েছে।

যোগাযোগ

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের আওতায় কোন কৃষি অফিস নাই, তবে উপজেলা কৃষি, কর্মকর্ত গণ ইউনিয়ন পরিষদ অফিসে বসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। কৃষক গণ ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করলে কৃষি সেব পাবেন। এছাড়া উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন গ্রামে গ্রামে কৃষকদের কৃষি পরামর্শ প্রদান করে থাকেন।

 

মোবাইল নং ০১৮১৮৫৮৭৪৪০